Header Ads

Header ADS

কহে মুহাম্মদ

শ্রমিকের ঘাম শুকাবার আগে

মজুরী করিবে শোধ’,

কহে মুহাম্মাদ, উম্মী সে নবী

ভাবিয়া হয় বাকরোধ !

 

মানুষের কথা মানুষের ব্যথা

কহে- মুণি ঋষি গণ,

আমরা রয়েছি ধর্ম সাজিয়ে

করি যে স্বর্গ সাধন।

 

ঋষিরা এনেছে কোন সে ধর্ম

জেনেছি কি তার সব

মিথ্যেই পড়েছি ভদ্র পোষাক

গুছিয়েছি বৈভব।

 

আমার গোছানো সব টাকাকড়ি

সাজানো সংসার

সবই পর করে যেতে হবে একা

হিসেব করেছি তার ?

=

সাগর আল হেলাল

১২.০৪.২০২২

No comments

Powered by Blogger.