Header Ads

Header ADS

বৈশাখী আড্ডা

 

“লেখাপড়া” ফেসবুক গ্রুপের এ্যাকটিভ সদস্য  কামরুল ও সাদিয়া। সাদিয়া ইডেনের ছাত্রী। কামরুল পড়ে ঢাকা কলেজে। ওরা প্রচুর লাইক পায় লাইক দেয়-ও। গ্রুপের  এ্যাডমিন জিলাল আহাম্মেদ ওদের খুব ভালো বাসেন। তিনি তার ছেলেবেলা খুঁজে পেয়েছে কামরুলের মধ্যে।  সোহরাওয়াদী উদ্যানের নিমতলায় গ্রুপের আড্ডা বসে। এখানেই পর্দা ফাঁস সাদিয়া-কামরুল জুটির প্রেমোপখ্যানের। টিএসসিতে ওদের প্রেমালাপ অনেকেরই চোখে পড়েছে।

গত আড্ডায় এ্যাডমিন সদস্যদের লেখাপড়া নিয়ে বেশ জোড়ালো বক্তব্য দিয়েছিলেন। বলেছিলেন- প্রেম করার জন্য পরেও সময় পাবে, এখন লেখাপড়ায় মন দাও। কামরুল সাদিয়া লজ্জিত ভঙ্গিতে ক্ষমা চেয়েছিল। বলেছিলো- বস, টিএসসিতে গল্প করা স্টপ। এবার লেখাপড়ায় মন দেবো। আপেনি দেইখেন ! আজকের বৈশাখী আড্ডায় ওরা আসে নি।

এ্যাডমিনের উসখুস দূর করার জন্য যারা টিএসসি এলাকায় ঘোরা ফেরা করে, সাক্ষ্য দিলো- ওদের টিএসসিতে দেখা যায় নি। তবে অনলাইনে যথারীতি পেজেন্ট আছে।এ্যাডমিন লম্বা একটা শ্বাস ফেলে বললেন- আমার বক্তব্য তাহলে ফলদায়ক হয়েছে। সামনে পরীক্ষা ওদের। ওরা পড়ালেখায় ফিরেছে জেনে খুবই প্রসন্ন বোধ করছি।

সন্ধ্যা নামতেই জিলাল আহাম্মেদ যখন নিমতলার আড্ডার সমাপ্তি ঘোষনা করছিলেন- তখন রমনা লেকের আলো-আঁধারিতে লেখাপড়ার ক্লাস চলছিলো।

-

সাগর আল হেলাল

এপ্রিল, ২০২২


No comments

Powered by Blogger.