কারণ আমরা নারী
কারণ আমরা নারী
- সাগর আল হেলাল
================
আমরা নারী সবই পারি
নাচতে পারি
নাচাতে পারি
হাসতে পারি
হাসাতে পারি
মাথার একটা চুলে হাজার
পুরুষ বাঁধতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ঠকতে পারি
ঠকাতে পারি
ভাঙতে পারি
ভাঙ্গাতে পারি
ভাঙ্গা মনেও পরের ভাঙ্গা
ঘর সাজাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
জ্বলতে পারি
জ্বালাতে পারি
বলতে পারি
বলাতে পারি
হৃদয়হারার হৃদয়েতে
সুখ জাগাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ভুলতে পারি
ভুলাতে পারি
খুলতে পারি
খুলাতে পারি
সর্বহারারা আঁধার ঘরের
দ্বীপ জ্বালাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
টলতে পারি
টলাতে পারি
চলতে পারি
চলাতে পারি
ভাঙ্গা চাকার জীবন গাড়ি
তাও চালাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
কষতে পারি
কষাতে পারি
ঘসতে পারি
ঘসাতে পারি
ভুল গণিতের শূন্যস্থানে
টিক বসাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
খেলতে পারি
খেলাতে পারি
বেলতে পারি
বেলাতে পারি
অসংখ্য বি-জোড়ের সাথে
জোড় মেলাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ঘুরতে পারি
ঘুরাতে পারি
জুড়তে পারি
জোড়াতে পারি
রগ ত্যাড়া আর বেয়াদপের
ঘাড় মুড়াতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
গুনতে পারি
গোনাতে পারি
বুনতে পারি
বোনাতে পারি
অশ্রু চোখে সুখেরই গান
গুন গুনাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ধরতে পারি
ধরাতে পারি
লড়তে পারি
লড়াতে পারি
বইয়ের পাতা খুলে দিয়ে
সব পড়াতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
দেখতে পারি
দেখাতে পারি
লেখতে পারি
লেখাতে পারি
প্রতিকূল অবস্থাতেও
প্রেম শেখাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ঢাকতে পারি
ঢাকাতে পারি
চাখতে পারি
চাখাতে পারি
ছোট্ট একটা কথাটাকে
খুব পাকাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
মিলতে পারি
মেলাতে পারি
ছিলতে পারি
ছেলাতে পারি
শত দুঃখেও হাসি মুখে
সুখ বিলাতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ঢাকতে পারি
ঢাকাতে পারি
চাখতে পারি
চাখাতে পারি
মনের মধ্যে হাজার কষ্ট
চাপা রাখতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
ছাড়তে পারি
ছাড়াতে পারি
মারতে পারি
মারাতে পারি
যুদ্ধে নেমে পরের সুখে
জয়েও হারতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
কাচতে পারি
কাচাতে পারি
বাঁচতে পারি
বাঁচাতে পারি
বিন্দু বিন্দু মহা সিন্ধু
তাও সেঁচতে পারি
কারণ আমরা নারী।
আমরা নারী সবই পারি
জানতে পারি
জানাতে পারি
মানতে পারি
মানাতে পারি
নিজকে ভেঙে দুনিয়াতে
মানুষ আনতে পারি
কারণ আমরা নারী
-
সাগর আল হেলাল
ছড়াকার
১০.০৪.২০২২ খৃস্টাব্দ
No comments