লিমি সিরিজঃ তুই জানিস
লিমি, তুই কি জানিস !
- সাগর আল হেলাল
লিমি তুই কি জানিস !
মরা খাওয়ার প্রয়োজন পড়ে না আর
আজকাল শকুনেদের-
ওরা ভাগ পায়, ভাগ পায় তাজা নরম মাংসের-
অপেক্ষা করতে হয় না কাল পলক
ময়লা খাদকের;
কি জানিস তুই লিমি !
পশ্চিমের বাহারী বাতাসে নাশপাতি হাতে
অশ্বযোগে আবার কেউ নীল দর্পনে
আসতো ওরা,
আজকাল দক্ষিণ থেকেও আসে
জল শুঁকে শুঁকে পায়রবি ব্যবহারে,
ওদের দখিনা হাত- খুব বজ্জাত
তুই কি জানিস !
তুই কি জানিস লিমি !
দুই মলাটের মাঝখানে সংরক্ষিত
কিছু অমিয় বাক্য ছিলো,
ওরা সে গুলো
ছেঁচতে
ছেঁচতে
করেছে নারকীয় অর্থহীন !
লিমি, জানিস কি তুই !
জীবন জীবনী ছেড়েছে ওদেরই নি:শ্বাসে
তবুও ওদেরই গালি শোনে জীবন-
শূয়োরের বাচ্চা !
-
সাগর আল হেলাল
৮.৪.২২
No comments