মাফ করে দাও মামা- সাগর আল হেলালকিছু মানুষ বলে ভালোচলে বাঁকা পথে,কিছু মানুষ নায়ে চলেকিছু চলে রথে!বাঁকি কিছু- লেখে ভালোধরে ভালো ধামা,শক্ত করে ধরলে, বলে-মাফ করে দাও মামা।অল্প কিছু মানুষ আছেসাচ্ছা দিলে চলে,ন্যায়ের পক্ষে সব সময়ই বিবেক থেকে বলে।-০৪.০৪.২০২২
No comments