Header Ads

Header ADS

ছড়ার শিরোনামঃ বনায়ন

দেখছি আমি তোমার হাতে

একটি গাছের চারা

ভাবছো তুমি গাছ লাগালেও

খরায় যাবে মারা।


মরার আগে মরবে কেনো

বেঁচে থাকাই বড়ো

পরের চিন্তা পরে, গাছটা

আগে রোপণ করো।


যতো বৃক্ষ ততো মানুষ

বিজ্ঞানে তাই বলে

বৃক্ষ রোপন করতে কী আর

হেলা ফেলা চলে ?

-

সাগর আল হেলাল

১৭.০৪.২০২২

ছড়ার বই টকদই বইয়ে মুদ্রিত

No comments

Powered by Blogger.