Header Ads

Header ADS

ইডিপাস ও আমি

 


জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার বিষয়ে নানা আলোচনা দেখে থাকি। বিজ্ঞানের উৎকর্ষতা স্বচক্ষে দেখলেও জ্ঞানের উৎকর্ষতা যে বহুকাল আগেই হয়েছে তার প্রমান মেলে গ্রীক সাহিত্য অধ্যয়ন করলে। কথায় আছে না, কাঠুরের ছেলে কৃষক হলে তাকেও ভূমিরূপ অধ্যয়নের প্রয়োজন রয়েছে। একটু আধটু লেখালেখির প্রচেষ্টা থেকেই গ্রীক সাহিত্য অধ্যয়নের চেষ্টা।

সেদিন ইডিপাস নাটক পাঠ করলাম। সত্যিই মুগ্ধ। এতো নিখুঁত ভাবে কাহিনী বিন্যাস কোন ঘটনাটি আগে কোনটি পরের নির্ধারণ করা খুবই মুশকিল।

একশো’ দু’শো বছর আগের ইতিহাস দেখলেই দেখা যায়, সাহিত্যের গল্প উপন্যাস ইত্যাদি কেবল রাজ-রাজাদের বিষয় নিয়েই রচিত। আর এই ঘটনাতো খ্রিস্টপূর্ব ৪৯৬-৪০৬ সনের কথা।

যাহোক, গ্রিক নাট্যকার সফোক্লেস রচিত নাটকটি আমার কাছে সৃষ্টিতত্ত্বের বিবরণ বলে ধারণা করা যায়। মেষ ও মেষ পালকের উপস্থিতি, তিন রাস্তার মোড়ে পিতার মৃত্যু, মানুষ সম্বন্ধীয় প্রশ্ন, অবশেষে মাকে বিয়ে করা। সে সময় কি বিবাহ প্রথা ছিলো? সে জন্যই বলছিলাম জ্ঞানের উৎকর্ষতা কবে হয়েছিলো সত্যিই তা রহস্যাবৃত।

আলোচ্য নাটকে বর্ণিত ঘটনাবলীর বিবরণ গভীরভাবে অধ্যয়ন করে দেখা যায়- এখানে পিতা x ক্রোমোজম মা y ক্রোমোজম। এ দুইয়ের সমন্বয় ইডিপাস একটি স্বপ্ন। মানব দেহের চোখ মানব দেহ লাভের পর আসে। সুতরা্ং দুটি ক্রোমোজম একত্রিত হয়ে যে ভ্রুণের সৃষ্টি হয় তখন তার চোখ থাকে না। তা-ই সে অন্ধ। সৃষ্টিতত্ত্বের উপর রচিত বলেই- ইডিপাস আজও সকলের কাছে এতো সমাদৃত। কারণ আমরা প্রত্যেকেই এক একজন ইডিপাস।

এই বিশ্লেষন কেবলই আমার। যদি কারো কাছে মনে হয় এটি প্রলাপ- দয়া করে প্রত্যাখ্যান করুন। কোন প্রশ্ন করবেন না।
-
২৪.০৩.২০২২

No comments

Powered by Blogger.