দুই লাইনের পাতা
এক.
তোমাকে দিয়েছিলাম শর্তহীন স্বাধীনতা,
অধিকার পেয়ে ভুলে গেছো সকল কথা।
দুই.
পিদিমের মা, কি রান্না চুলায়-
গন্ধে প্রাণ যায়- মাথাটা গুলায়!
তিন.
কার ঘরে হাঁটে-চলে তোমার চরণ
চাও কি হোক আমার সুখের মরণ !
চার.
খাওয়া দাওয়া না হোক ভালো
দেখাতো গেলো চাঁদের আলো !
পাঁচ.
তাহাজ্জুদে জায়নামাজে কাঁদে মহামতি,
বড়ো কিছু পেতে মানতে হয় সামান্য ক্ষতি!
ছয়.
পাঠক মননে জমেছে অঢেল মেদ
কবিতা লিখে কী আর হবে জামসেদ !
সাত.
সভ্যতার শরীরে জমেছে মৌচাক
ব্রহ্মাচারী হবি? তবে তুই কষ্টে থাক!
আট.
কি কথা খাচ্ছে মাথায় ঘুরপাক ?
সে এসেছে, আজ তুই চুপ থাক।
নয়.
ল্যাপটপের মতো বেশ তো ছিলে
কেনো তবে ফেললে মুশকিলে !
দশ.
হঠাৎ যদি বিদ্যুত চলে যায়
নতুন আসবাব হয় অসহায় !
এগারো.
আগুন আর আগুন দুইয়ে মিলে পানি
পানি আর পানি মিলে মাটি তাও জানি।
বারো.
তোমাকে দিয়েছিলাম শর্তহীন স্বাধীনতা,
অধিকার পেয়ে ভুলে গেছো সকল কথা।
তেরো.
বাকলে বাকলে লেগেছিলো ঘসা
সেই দোষে আজ বৃক্ষতলে বসা।
চৌদ্দ.
ঘুরে বেড়াস তবুও এ বাড়ি ও বাড়ি !
হয়েছিস বুড়ো, বলে মনের ব্যাপারি।
পনেরো.
তোমাকে প্রথম দেখেছিলাম চর্যাপদে,
এতোকাল পর এঁকেছি কাব্যের প্রচ্ছদে।
ষোলো.
তোমাকে দিয়েছিলাম শর্তহীন স্বাধীনতা,
অধিকার পেয়ে ভুলে গেছো সকল কথা।
সতেরো.
তুমি কি দেখেছো চাঁদের চেহারা,
পালকী আছে নেই কি বেহারা !
========================
No comments