Header Ads

Header ADS

আমাকে পড়ুন

 

পৃথিবীর পথে: শুক্রবার, বৈশাখকুষ্টিয়া কুমারখালীর যদুবয়রা গ্রাম। 

 

পৈত্রিক বাস: গ্রাম নলদহ, ডাকঘর দোগাছি, থানা জেলা পাবনা

 

শিক্ষা সফর: প্রাথমিক শিক্ষা জীবন কুষ্টিয়া এবং পাবনা উভয় জেলায়। মায়ের নায়রে যাওয়া-আসার সাথে হয়েছে করেছে স্কুল বদল। মাধ্যমিক শিক্ষা গ্রামে। এরপর ঐতিহ্যবাহী পাবনা এডওয়ার্ড কলেজ, সবশেষে রাজশাহী বিশ্ববিদ্যলয়। অধ্যয়নের বিষয় ব্যবস্থাপনা। 

 

লেখালেখি: রহস্যময় কারণে স্কুল জীবনেই লেখালেখির যাত্রা। সুকান্ত পাঠে লেখার মোড় ঘুরে যায়। বাম ধারার বিভিন্ন প্রবন্ধ গণসঙ্গীতপ্রিয়তায় সাহায্য করে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী পরিবারে বেড়ে ওঠায় সংগীতের পথে প্রচণ্ড বাধা। মফ:স্বল এলাকায় প্রকাশিত বিভিন্ন লিটিল ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন, বিশ্ববিদ্যালয়ে হল সাময়িকী নাম ছেপেছে। বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্য পাতা সহযোগিতা করেছে। সাপ্তাহিক সুগন্ধায় ৮৮ বন্যা নিয়ে একটি ছড়া আলোচিত হওয়ায় বেশ সুনাম অর্জন। সঙ্গীতের দিকে ধাবিত হতে নিজেকে আটকাতে পারলেও কলমকে আটকাতে পারিনি। ১৯৮৯ বেতারে এবং ১৯৯৮ সনে বাংলাদেশ টেলিভিশনে গীতিকার হিসাবে তালিকাভুক্ত। অডিও মাধ্যমে প্রচুর গান রেকর্ডিং বাজারজাত হয়েছে। উল্লেখযোগ্য সুরকার- আলাউদ্দিন আলী, প্রণব ঘোষ, শেখ সাদী খান, শওকত হোসেন, সাঈদ হাসান চন্দন, আশরাফ উদাস, সোহেল আনোয়ার প্রমুখ। আর কণ্ঠদানকারী শিল্পীর মধ্যে সাবিনা ইয়াসমিন, খুরশীদ আনোয়ার, মীনা বড়ুয়া, কানন বালা সরকার, রবি চৌধুরী, বেবি নাজনীন, পলাশ, নাসির খান, রাশেদ জামান, এস এম শরৎ, শান্ত, আশরাফ উদাস, শরীফ উদ্দীন, মমতাজ, ভারতের কুমার শানু উল্লেখযোগ্য। 

 

সাহিত্য সফর: নিজ সম্পাদনায় প্রথম লিটল ম্যাগাজিন মণিহার প্রকাশের মাধ্যমে ছাপানো সাহিত্য জগতে যাত্র। ছাড়া, লাল বেলুনের লুকোচুরি সাহিত্য ম্যাগাজিনের সম্পাদনা সহযোগীউল্কা সাহিত্য ম্যাগাজিনের সহকারী সম্পাদকবৈশাখী সাহিত্য ম্যাগাজিনের সহকারী সম্পাদক, আরও পরে এসে ভাষা নামে লিটল ম্যাগাজিন সম্পাদনা। সর্বশেষ সাদামন সম্পাদনা। এছাড়া, বিভিন্ন দিবস উপলক্ষে দেয়ালিকা সম্পাদনা প্রকাশতো রয়েছেই।

 

লেখা প্রকাশ: লেখালেখি চলছে কবিতা গানে। হাজার সংখ্যক এর অধিক গানের কথা অডিও রেকর্ডকৃত। প্রকাশিত পুস্তকের সংখ্যা ৪। 

 

বিশেষ স্মৃতি: কাঙ্গাল হরিনাথের বাড়িতে যেখনে তিনি লালন সাঁইজী রবীন্দ্রনাথ ঠাকুর মাদুর বিছিয়ে ঘুমিয়েছিলেন, সেখানের ধুলোর মধ্যে গড়াগড়ি যাওয়া। 

 

মন্দ স্মৃতি: কুমার শানু কর্তৃক গানে ভয়েজ দেওয়ার সময় প্রবেশে অনুমতি না পাওয়া। 

 

ভবিষ্যৎ লক্ষ: মানুষের প্রিয়ভাজন একজন সুলেখক হওয়া।

>>>

No comments

Powered by Blogger.