আমরা আছি ঘুমের দেশে
কচি পাতার হাসি দেখে
হাসি এসে গেলো,
চৈত্র মাসের খরার তাপে
মুখটা মুষড়ে এলো।
উত্তরীয় ঠোঁটের কোণে
ভয়ের চিহ্ন জাগে,
ধুতির ভাঁজে মুখ লুকাতে
কতো সময় লাগে!
দিগন্তে আজ সন্ধ্যা নামে
আঁধার বুঝি হবে,
আমরা আছি ঘুমের দেশে
ভাঙবে নিদ্রা কবে।
৩১.০৩.২০২২
No comments