কারে থুইয়া দিমু কারে
একটা মাত্র ছাপ,
জানাই যদি অস্বীকৃতি
ফণা তুলবে সাপ।
আমার জিনিস আমার তো নয়
এমন ওদের ভাব,
এই জিনিসের মালিক হওয়া
আজ হয়েছে পাপ।
ছাপের অর্থ বুঝে নেবেন
যার যে রকম জ্ঞান,
আমি যাচ্ছি কৈলাসে ভাই
করতে হবে ধ্যান।
-
সাগর আল হেলাল
ছড়াকার
২৪.০৩.২০২২
মন্তব্য করে উৎসাহিত করুন।
ReplyDelete