Header Ads

Header ADS

আলাপ স্বর্গ



ঈশ্বরের ইচ্ছায় বাদশাহ
ফকির অনিচ্ছায়
রাজা আর ঈশ্বর বাস করে প্রাসাদে
নিকটে
দূরে
জল-স্থল-অন্তরীক্ষে,

সম্প্রতি রাজা গঠন প্রক্রিয়ায়
সংশোধন
রাজা নির্মাণ হবেন প্রজার ইচ্ছায়-
প্রজার হাততালি কড়ে কড়া
স্মিতহাস্যে ঈশ্বর,

প্রজার রাজায় ঈশ্বরের সীলমোহর
তা না হলে-
আকার হয়ে যায়  নিরাকার
নিরাকার আকার
প্রজা অজ্ঞান;

ঈশ্বরের দেশে বাস করা নাগরিক
রাজায় থরিহরি
অতো সাহস কোথায়
প্রকাশ করে ইবাদতের জিজ্ঞাসা !
-
২১ মার্চ, ২০১৫

1 comment:

Powered by Blogger.